Posts

Showing posts from December, 2021
Image
সবুজ রসায়ন:  পার্শ্ব উৎপাদ ও ক্ষতিকর বর্জ্য হ্রাস করে কম খরচে অধিক পরিবেশবান্ধব,  কম পরিবেশ দূষণ করে এবং ঝুঁকি হ্রাস করে    সময়োপযোগী অধিক উৎপাদ তৈরি করার রাসায়নিক প্রক্রিয়াকে সবুজ রসায়ন (Green Chemistry) বলে। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী   পল টি অ্যানাস্তাস   এবং জন সি ওয়ারনার সবুজ রসায়নের বিষয়টি প্রস্তাব করেন ৷  সবুজ   রসায়ন  এর লক্ষ্য মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান বর্জিত পণ্য ও পদ্ধতি আবিষ্কার।   রাসায়নিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য হাজার ১৯৯২ সাল থেকে সবুজ রসায়ন এর সূচনা হয়েছে।  সবুজ রসায়ন এর মূল লক্ষ্য হলো রসায়নশাস্ত্র ও বিজ্ঞানের অন্যান্য শাখার প্রচলিত ধ্যান-ধারণা কাজে লাগিয়ে বিকল্প চিন্তা ভাবনার মাধ্যমে নতুন প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে পরিবেশ দূষণ না ঘটিয়ে কাঙ্খিত রাসায়নিক দ্রব্যাদি প্রস্তুত করা। এটি  পরিবেশ রসায়ন  থেকে ভিন্ন। সবুজ রসায়নের মূলনীতি : সবুজ রসায়ন এমন একটি গবেষণাদর্শন, যার উদ্দেশ্য এমন রাসায়নিক পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন করা যাতে শিল্পজাত বর্জ্যের পরিমাণ হ্রাস পায়, ঝু...